গুজব ঠেকাতে মনিটরিং সেল

0

গুজব ঠেকাতে উচ্চ ক্ষমতার মনিটরিং সেল গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আট সদস্যের এই মনিটরিং সেল এখন থেকে ২৪ ঘণ্টা ফেসবুকসহ যে কোনো মাধ্যমে নির্বাচনকেন্দ্রিক গুজব রোধে কাজ করবে।

বুধবার (১৯ ডিসেম্বর) ইসির এক অফিস আদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই সেল গঠনের কথা জানানো হয়।

আদেশে জানানো হয়- সেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম। এছাড়া পুলিশ হেডকোয়ার্টার, পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি), র্যাব, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি), ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) একজন করে প্রতিনিধি এবং নির্বাচন কমিশনের সিনিয়র মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার থাকবেন মনিটরিং সেলে।

জয়নিউজ/জুলফিকার
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM