ডবলমুরিংয়ে শিকলবন্দী শিশু উদ্ধার

0

নগরের ডবলমুরিং থানার নজিরভান্ডার লেইন থেকে শিকলবন্দী একজনসহ তিন শিশুকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত শিশুরা হল বোরহান উদ্দিন আরজু (৯), ঈমাম উদ্দিন আরমান (৭) ও জান্নাতুল মাওয়া বৃষ্টি (৫)।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বিকেলে ওই তিন শিশুকে উদ্ধার করা হয়। তাদের পিতা শাহেদ মিয়া (৫০) নেশাগ্রস্ত বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার ওসি (তদন্ত) জহির হোসেন জয়নিউজকে জানান, শিশুদের মা কুলসুমা বেগমের অভিযোগের ভিত্তিতে শিকলবন্দী অবস্থায় বোরহান উদ্দিন আরজুকে পুলিশ উদ্ধার করে। পাশাপাশি নিরাপত্তা বিবেচনায় আরজুর ভাই ও বোনকে পুলিশের হেফাজতে আনা হয়েছে। প্রতিবেশীরা জানিয়েছে তাদের পিতা শাহেদ মিয়া নেশাগ্রস্ত।

জয়নিউজ/এফএম/জুলফিকার
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM