ভয়ভীতি ও ত্রাসমুক্ত নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ভয়ভীতি ও ত্রাসমুক্ত দেখতে চায় যুক্তরাষ্ট্র

- Advertisement -

বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে একথা জানান।

- Advertisement -google news follower

মিলার বলেন, আমরা মনে করি, ভোটারদের ভোটকেন্দ্রে যেতে দেওয়া এবং নির্বাচনে বিরোধীদলের প্রার্থীদের সমানভাবে প্রচারণা চালানোর সুযোগ দেওয়া উচিত।
তিনি বলেন, বাংলাদেশে নির্বাচনি প্রচারণার ক্ষেত্রে যে সহিংসতা হয়েছে আমরা তার নিন্দা জানিয়েছি।

মিলারের সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বৈঠকে আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি।

- Advertisement -islamibank

বৈঠকে বিএনপির পক্ষে আরো উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।

জয়নিউজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM