কটরেলের ‘তাণ্ডবের’ পর হোপের টর্নেডো

0

সিরিজের প্রথম টি২০তে ক্যারিবিয়ান পেসার শেলডন কটরেল আর ব্যাটসম্যান শাই হোপের ‘তাণ্ডবে’ বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে টাইগারদের।

বাংলাদেশের দেওয়া ১৩০ রানের টার্গেট ৫৫ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে কার্লোস ব্র্যাথওয়েটের দল।

সিলেট আন্তর্জাতিক ত্রিকেট স্টেডিয়ামে সোমবার টস জিতে ব্যাট করতে নেমে ১৯ ওভারে ১২৯ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। সাকিবের পঞ্চাশ ছোঁয়া ইনিংসের পাশে ছিল না তেমন কোনো স্কোর।

উইন্ডিজের বাঁহাতি পেসার কটরেল ২৮ রানে নেন ৪ উইকেট। কিমো পল ২ উইকেট নেন ২৩ রানে।

জবাবে মাত্র ৩.১ ওভারে পঞ্চাশ ছুঁয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসজুড়ে বাংলাদেশি বোলারদের ওপর ঝড় বইয়ে দিয়ে মাত্র ১৬ বলে শাই হোপ তুলে নেন ক্যারিয়ারের প্রথম ফিফটি। পাওয়ার প্লের ৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজ তুলে ফেলে ১ উইকেটে ৯১ রান।

বৃহস্পতিবার মিরপুরে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ১৯ ওভারে ১২৯ (তামিম ৫, লিটন ৬, সৌম্য ৬, সাকিব ৬১, মুশফিক ৫, মাহমুদউল্লাহ ১২, আরিফুল ১৭, সাইফ ১, মিরাজ ৮, আবু হায়দার ১*, মুস্তাফিজ ০; টমাস ১/৩৩, কটরেল ৪/২৮, পল ২/২৩, ব্র্যাথওয়েট ১/১৩, অ্যালেন ১/১৯, পাওয়েল ০/৭)।

ওয়েস্ট ইন্ডিজ: ১০.৫ ওভারে ১৩০/২ (লুইস ১৮, হোপ ৫৫, পুরান ২৩*, পল ২৯*; সাকিব ০/৩৩, মিরাজ ০/৩৭, আবু হায়দার ০/১৫, সাইফ ১/১৩, মুস্তাফিজ ০/১৫, মাহমুদউল্লাহ ১/১৩)

ম্যান অব দা ম্যাচ: শেলডন কটরেল

জয়নিউজ/জুলফিকার
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM