জীবিকার তাগিদে নিরুপায় যাত্রা নিজস্ব প্রতিবেদক 16 December 2018 8:27 pm যাত্রার বাহন যতই হোক বন্ধুর, তবু গন্তব্যে পৌঁছুতে হবে ঠিক সময়ে। পিকআপটিতে বসতে কষ্ট হচ্ছিল, ঝুঁকিও ছিল অনেক। তবু জীবিকার প্রয়োজনে এভাবেই যেতে হচ্ছে দুই নারীকে। নগরের লালদীঘির পাড় এলাকা থেকে ছবিটি তুলেছেন জয়নিউজের আলোকচিত্রী বাচ্চু বড়ুয়া। 0 শেয়ার 0 শেয়ার