৭ দফা দাবিতে চবি শিক্ষার্থীদের মানববন্ধন

দুর্ঘটনায় পা হারানো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী রবিউল আলমের চিকিৎসার ব্যয়ভার বহনসহ ৭ দফা দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

- Advertisement -

বৃহস্পতিবার (৯ আগস্ট) সকাল সাড়ে সাতটায় নগরের ষোলশহর রেলওয়ে স্টেশনে এই মানববন্ধন হয়।

- Advertisement -google news follower

মানববন্ধনে শাটল ট্রেনের বগি বৃদ্ধি ও সংস্কার, রেললাইন সংস্কার ও ডাবল লাইন চালু, প্রত্যেক স্টেশনে পর্যাপ্ত নিরাপত্তা জোরদার ও জনবল নিয়োগ, শাটল ট্রেনে বহিরাগতদের যাতায়াত নিয়ন্ত্রণ, রবিউলের চিকিৎসা ও তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া এবং বিশ্ববিদ্যালয়ের ১নং গেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত বাস সার্ভিস চালুর দাবি জানানো হয়।

এ সময় চবির ইতিহাস বিভাগের শিক্ষার্থী মঞ্জুরুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন পালি বিভাগের শুভ মারমা, কিরণ মারমা, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ইমতিয়াজ ইমতু, ফিন্যান্স বিভাগের প্রতীক রায় ও সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আলমগীর।

- Advertisement -islamibank

তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন রবিউলের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহন করে এবং চাকরির নিশ্চয়তা দেয় তার দাবি জানান।

তারা বলেন, শাটল ট্রেনে বগি বৃদ্ধি ও সংস্কারের জন্য বারবার বলা হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের টনক নড়ছে না।

তারা দ্রুত শাটল ট্রেনে বগি বৃদ্ধি ও সংস্কার, বিশ্ববিদ্যালয় রুটের রেললাইন সংস্কার করে ডাবল লাইন চালুর দাবি জানান।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM