শ্রদ্ধায় স্মরণ জাতির শ্রেষ্ঠ সন্তানদের

0

শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১৪ ডিসেম্বর) সকালে ঢাকার মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক দিয়ে তাঁরা শ্রদ্ধা জানান।

সকাল সাতটার পরপরই রাষ্ট্রপতি স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। এরপর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।  এ সময় সেখানে তোপ ধ্বনি ও বিউগলে করুণ সুর বাজানো হয়।  নীরবে কিছুক্ষণ স্মৃতিসৌধে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে পুষ্পস্তবক অর্পণ করেন শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা। এছাড়া একে একে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ।

পরাজয় নিশ্চিত জেনে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাক হানাদার বাহিনী পরিকল্পিতভাবে শিক্ষক, চিকিৎসক, শিল্পী, লেখক, সাংবাদিকসহ অনেক খ্যাতিমান বাঙালিকে বাসা থেকে তুলে নিয়ে হত্যা করে। তাদের উদ্দেশ্য ছিল- স্বাধীনতার পর যেন বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে না পারে।

জয়নিউজ
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM