আসামি ধরতে গিয়ে…

নাশকতা মামলার আসামি ধরতে গিয়ে এলাকাবাসীর বাধার মুখে পড়ল পুলিশ। এলাকাবাসীর ইট-পাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটার আঘাতে এ সময় আহত হয় ৪ পুলিশ। পরে অতিরিক্ত পুলিশ এনে ঘণ্টাব্যাপী অভিযানে আব্দুল মাবুদ নামে বিএনপির এক নেতাকে গ্রেফতার করা হয়।

- Advertisement -

বুধবার (১২ ডিসেম্বর) রাত ১২টার দিকে ডবলমুরিং পানওয়ালা পাড়ার ছোট মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম বলেন, স্থানীয় বিএনপি নেতা আব্দুল মাবুদ নাশকতা মামলার আসামি। তিনি এলাকায় খাসজমি দখল করে বস্তি গড়ে তুলেছেন। তার নামে থানায় নাশকতার মামলা রয়েছে।

তিনি জানান, ডবলমুরিং থানার একটি টিম মাবুদকে ধরতে গেলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এলাকাবাসী প্রতিরোধ গড়ে তোলে। এ সময় তারা গাড়ি ভাংচুর ও এসআই কিশোরের উপর আক্রমণ করে। এতে চার পুলিশ সদস্য আহত হয়।

- Advertisement -islamibank

পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে অভিযান চালিয়ে মাবুদকে গ্রেফতার এবং সন্দেহভাজন ৩৫ জনকে আটক করা হয়, জানান তিনি।

জয়নিউজ/ফয়সাল/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM