প্রার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা সোমবার

0

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম জেলার ১০টি সংসদীয় আসনের ৬৬ জন প্রার্থীর সঙ্গে মতবিনিময় সভা করবেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন। সোমবার (১৭ ডিসেম্বর) জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

বুধবার (১২ ডিসেম্বর) সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান জয়নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

মো. মুনীর হোসাইন খান জয়নিউকে বলেন, আমার স্বাক্ষরিত একটি চিঠি সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে। সোমবার (১৭ ডিসেম্বর) প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা হবে। প্রার্থীরা যাতে নির্বাচনি আচরণবিধি মেনে চলেন, সেজন্য এ মতবিনিময় সভা করা হচ্ছে। সভায় রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন। সভায় প্রার্থীদের বিভিন্ন সমস্যার কথা শোনা হবে। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের বিষয়ে তাদের মতামত নেওয়া হবে।’

জয়নিউজ/কাউছার/জুলফিকার

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM