হালিশহর থেকে খসরুর গণসংযোগ শুরু

0

নগরের হালিশহর ছোটপুল এলাকা থেকে গণসংযোগ শুরু করেছেন চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

ছোটপুল এলাকায় গণসংযোগকালে একজন সাধারণ ভোটারকে জড়িয়ে ধরেন আমির খসরু মাহমুদ চৌধুরী । ছবি: বাচ্চু বড়ুয়া।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) সকালে গণসংযোগকালে ভোটারদের উদ্দেশ্যে আমির খসরু বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা নির্বাচনে এসেছি। ৩০ ডিসেম্বর ভোটের মাধ্যমে বিএনপি প্রার্থীদের জয়ী করে বিগত দিনে ভোটাধিকার হরণের জবাব দিতে হবে।

এ সময় তিনি নেতাকর্মীদের অহেতুক হয়রানি না করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমাদের নেতাকর্মীদের গায়েবি মামলায় অহেতুক হয়রানি করবেন না। নির্বাচন কমিশনের লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার যে ঘোষণা রয়েছে, তা বাস্তবায়ন করুন।

জয়নিউজ/ফারুক/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM