মুক্তিযুদ্ধের বিজয়মেলায় বিজয় শিখা প্রজ্বলন

নগরের এম এ আজিজ স্টেডিয়াম প্রাঙ্গণে মুক্তিযুদ্ধের বিজয়মেলার বিজয় শিখা প্রজ্বলন করা হয়েছে।

- Advertisement -

রোববার (১০ ডিসেম্বর) বিজয় শিখা প্রজ্বলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

- Advertisement -google news follower

প্রধান অতিথির বক্তব্যে মেয়র নাছির বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে মুক্তিযুদ্ধের স্বপক্ষের মহাজোট সরকারকে আবারো ক্ষমতায় আনতে আগামী ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকের প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করতে হবে।

পরে মেয়র মুক্তিযোদ্ধা কমান্ডারদেরকে সঙ্গে নিয়ে জাতীয় পতাকা, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। এসময় সুসজ্জিত একটি বাদক দলের বাদ্যের তাল ও সমবেত মুক্তিযোদ্ধাদের জয় বাংলা স্লোগানে মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।

- Advertisement -islamibank

বিজয় শিখা প্রজ্বলন করেন শহীদ মুক্তিযোদ্ধা মুরিদুল আলমের স্ত্রী জেসমিন আলম।

মুক্তিযুদ্ধের বিজয়মেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও শাহাবুদ্দিন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা নঈম উদ্দীন চৌধুরী, শেখ মাহমুদ ইছহাক, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সাহাবুদ্দিন, মোজাফফর আহমদ, পরিষদের কো চেয়ারম্যান এম এন ইসলাম, সরওয়ার কামাল টুলু, কাউন্সিলর গিয়াস উদ্দিন, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব উপস্থিত ছিলেন।

জয়নিউজ/কাউছার/বিশু/জুলফিকার

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM