স্ত্রীর নৌকা প্রতীক বুঝে নিলেন বদি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে স্ত্রী শাহিন আক্তারের নৌকা প্রতীক বুঝে নিয়েছেন তাঁর স্বামী ও সাংসদ আব্দুর রহমান বদি।

- Advertisement -

সোমবার (১০ ডিসেম্বর) দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামাল হোসেনের কাছ থেকে স্ত্রী শাহিনের সমর্থনকারী হিসেবে নৌকা প্রতীক বুঝে নেন তিনি।

- Advertisement -google news follower

এসময় বদি বলেন, স্ত্রীর জন্য নৌকা প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছিল। আশা করি আমার মতো শাহিনও জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে আসবে। উখিয়া টেকনাফের মানুষ উন্নয়ন চায়। আশা করি নৌকা প্রতীকে সবাই ভোট দেবে।

উল্লেখ, টানা দুইবার সংসদ সদস্য নির্বাচিত হলেও নানান বিতর্কের কারণে এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাননি আব্দুর রহমান বদি। তার পরিবর্তে স্ত্রী শাহিন আক্তারকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।

জয়নিউজ/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM