তারেক রহমানের নেতৃত্বে ঐক্যফ্রন্ট চলছে: কাদের

0

দণ্ডিত পলাতক আসামি তারেক রহমানের নেতৃত্বে ঐক্যফ্রন্ট চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তারেক লন্ডনে বসে নির্বাচন বানচাল করতে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার (আইএসআই) সঙ্গে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি।

সোমবার (১০ ডিসেম্বর) দুপুরে নোয়াখালী জেলা আওয়ামী লীগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে  ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় পাকিস্তান দূতাবাসে গোপন বৈঠক করেছেন। এটা তাদের নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্র।

কাদের বলেন, ঐক্যফ্রন্টের সৃষ্ট বিরোধ বাইরে ছড়িয়ে পড়েছে। গুলশানে দফায় দফায় বিএনপি অফিসে হামলা হচ্ছে। মির্জা ফখরুলের গাড়িতে হামলা হয়েছে। মনোনয়ন বঞ্চিতরা বলছে, টাকা ফেরত দাও, নইলে মনোনয়ন দাও। সেই তুলনায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট স্বস্তিতে আছে।

আমি আগেই বলেছিলাম, তারা (ঐক্যফ্রন্ট) সংকটে পড়বে। তারা মনোনয়ন বাণিজ্য করেছে। তাই তারা বিদ্রোহী প্রার্থীদের থামাতে পারছে না, যোগ করেন তিনি।

ওবায়দুল কাদের আরও বলেন, কোনো অপশক্তি নির্বাচন বানচাল করতে পারবে না। নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।

জয়নিউজ/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM