আল্লামা ফরহাদাবাদীর ওরশ কাল

0

শাহ সুফি আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (ক.) এর ৭৪তম বার্ষিক ওরশ শরিফ হাটহাজারী উপজেলায় ফরহাদাবাদ দরবার শরিফ প্রাঙ্গণে মঙ্গলবার (১১ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে আঞ্জুমানে ফরহাদাবাদী শাহ ফয়জিয়া মোজাম্মেলিয়া ত্বরিকত কমিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কুরআন, খতমে গাউছিয়া ও খাজেগান, আলোচনা সভা, মিলাদ ও চেমা মাহফিল, আখেরি মোনাজাত শেষে তবরুক বিতরণ। এতে ছদারত ও আখেরি  মোনাজাত করবেন ফরহাদাবাদ দরবার শরিফের সাজ্জাদানশীন আল্লামা সৈয়দ মোজাম্মেল হক শাহ ফরহাদাবাদী।

জয়নিউজ/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM