অনেক লেখালেখি, বক্তৃতা, ভোটের আগে নেতাদের গলাবাজি, আশ্বাস-তারপরও প্রতিহত করা যাচ্ছে না দখল। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে দখলবাজরা স্থাপনায় ভরে তুলছে কর্ণফুলীর পাড়। আর এই অবৈধ দখলদারদের কারণে কর্ণফুলী নদীর দূষণ থামছে না কিছুতেই। প্রতিনিয়ত শাখা খাল দিয়ে নোংরা পানি আর বর্জ্য যাচ্ছে নদীতে। দূষিত হচ্ছে কর্ণফুলী। এ মুহূর্তে দেখার কেউ নেই। সোমবার (১০ ডিসেম্বর) সকালে নগরের চাক্তাই এলাকা থেকে ছবিটি তুলেছেন জয়নিউজের আলোকচিত্রী বাচ্চু বড়ুয়া।