চট্টগ্রামে প্রার্থিতা প্রত্যাহার করলেন ১৯ জন

0

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে চট্টগ্রামের ১৬টি সংসদীয়  আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ১৯ জন প্রার্থী।

রোববার (৯ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে প্রার্থিতা প্রত্যাহারের জন্য তারা আবেদন করেন।

নগরের ৬টি (আংশিক জেলা) আসন প্রসঙ্গে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা বলেছেন, রোববার নয়জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

জেলার ১০ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন জয়নিউজকে বলেন, ২ ডিসেম্বর যাচাই-বাছাই শেষে ২২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। এর মধ্যে আপিল করে পাঁচজন প্রার্থিতা ফিরে পেয়েছেন। এছাড়া রোববার প্রত্যাহারের শেষদিনে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

তিনি আরো বলেন, সোমবার (১০ ডিসেম্বর) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো তাদের মনোনীত প্রার্থীদের তালিকা পাঠিয়েছে। যেসব আসনে এক দলের একাধিক প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন দলগুলোর তালিকা দেখে বিদ্রোহী প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হবে।

যারা মনোনয়নপত্র প্রত্যাহার করলেন

চট্টগ্রাম-১ (মিরসরাই): বিএনপির কামাল উদ্দিন আহমেদ।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি):  বিকল্পধারার মাজহারুল হক শাহ।

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড):ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আবুল বশর মো. জয়নাল আবেদিন।

চট্টগ্রাম-৫ ( হাটহাজারী): বিএনপির শাকিলা ফারজানা।

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া): বিএনপির আবু আহমেদ হাসনাত, শওকত আলী  নুর ও ইসলামী ফ্রন্ট বাংলাদেশের আহমেদ রেজা।

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী): জাতীয় পার্টির (জেপি) ফাতেমা খুরশিদা সুমাইয়া।

চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া): ন্যাপের আলী নেওয়াজ খান ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মো. আবু হানিফ।

চট্টগ্রাম-১০ (হালিশহর): জাসদের মো. আনিসুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী শাহজাহান সিরাজ।

চট্টগ্রাম-১১ (বন্দর): জাসদের মো. জসিম উদ্দিন ও জেএসডির ক্যাপ্টেন শহিদ উদ্দীন মাহবুব।

চট্টগ্রাম-১২ (পটিয়া): এলডিপির নাদিয়া আকতার।

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা): বিএনপির মোস্তাফিজুর রহমান।

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ): জাসদের (ইনু) সূযশ্ময় চৌধুরী।

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া): বিএনপির শেখ মো. মহিউদ্দিন।

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী): এলডিপির অ্যাডভোকেট কফিল উদ্দিন।

এর মধ্যে বিএনপির ৬, জাসদের ৩, এলডিপির ২ ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ২ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এছাড়া জাতীয় পার্টি, বিকল্পধারা, ওয়ার্কার্স পার্টি, ন্যাপ ও জেএসডির একজন করে প্রার্থী এবং একজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

জয়নিউজ/জুলফিকার

 

আরও পড়ুন
লোড হচ্ছে...
×