৫ সফল নারীকে জয়িতা সম্মাননা

0

বান্দরবানে বেগম রোকেয়া দিবসে ৫ সফল নারীকে জয়িতা সম্মাননা দেওয়া হয়েছে। রোববার (৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অফিসের উদ্যোগে বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননাপ্রাপ্ত নারীরা হলেন ইয়াছমিন আক্তার রুবি, জাহান আরা বেগম, ইন্দিরা ত্রিপুরা, সালেহা বেগম ও পাইংম্রা উ মারমা।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. দাউদুল ইমলাম।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আতিয়া চৌধুরীর সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, সিভিল সার্জন ডা. অং সুই প্রু, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নোমান হোসেন প্রিন্স প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে জেলা প্রশাসন চত্বর থেকে রোকেয়া দিবসের র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে বিভিন্ন সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়।

জয়নিউজ/আলাউদ্দিন/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM