ইজতেমা ময়দানে হামলার প্রতিবাদে মানববন্ধন

0

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগের সাথী, আলেম-ওলামা ও ছাত্রদের উপর সন্ত্রাসী হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছে খাগড়াছড়ি জেলার ওলামায়ে কেরাম, তাবলীগের সাথী ও তৌহিদি জনতা।

রোববার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা শহরের শাপলা চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে ওলামায়ে কেরামদের ওপর হামলাকারীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানানো হয়।

বক্তব্য রাখেন খাগড়াছড়ি পুরাতন পুলিশ লাইন মসজিদের খতিব মুফতি ইমাম উদ্দিন কাশেমী, সবুজবাগ মসজিদের মাওলানা ইউসুফ,মাওলানা মাইন উদ্দিন, দীঘিনালা কেন্দ্রীয় মসজিদের ইমাম সামসুল হাসান, রামগড় উম্মে হাবিবা মহিলা মাদ্রাসার মাওলানা ইমদাদুর রহমান, তিনটহরি মহিলা মাদ্রাসার মাওলানা দিদারুল আলম কাশেমী।

জয়নিউজ/সবুজ/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM