১৯ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

0

১৯ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. ইব্রাহীম খলিলকে (৩৩) আটক করেছে র‌্যাব। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস।

শুক্রবার (৭ ডিসেম্বর) দিনগত রাত ২টায় কর্ণফুলী থানার চর পাথরঘাটা এলাকায় চেকপোস্ট বসিয়ে তাকে আটক করে র‌্যাব। আটক ইব্রাহীম খলিল খুলনা সদরের মো. আব্দুল মান্নানের ছেলে।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৯৭ লাখ ৫০ হাজার টাকা এবং জব্দকৃত মাইক্রোবাসটির আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইব্রাহিম খলিল জানায়, মাইক্রোবাসটি ব্যবহার করে দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করা হচ্ছিল।

আসামি এবং উদ্ধারকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জয়নিউজ/ফারুক/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM