বাপের পথেই মীর হেলাল

0

দুদকের মামলায় সাজা খেটে জামিনে থাকা বিএনপি নেতা মীর নাছিরের মনোনয়ন বাতিলের পর এবার তাঁর ছেলে ব্যারিস্টার মীর হেলালের মনোনয়নও বাতিল করেছে নির্বাচন কমিশন।

শনিবার (৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনে শুনানি শেষে বাতিল হয় বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মীর হেলালের মনোনয়ন।

একই মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান মীর নাছিরের মনোনয়নও বাতিল হয়েছিল। পিতা-পুত্র চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মীর হেলাল মনোনয়ন বাতিলের প্রতিবাদ জানাবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।

জয়নিউজ/ফারুক/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM