মহাজোটের আসন ভাগাভাগি চূড়ান্ত

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের শরিকদের আসন নিশ্চিত করে চিঠি দিতে শুরু করেছে আওয়ামী লীগ।

- Advertisement -

শুক্রবার (৭ ডিসেম্বর) সকালে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে এ চিঠি সংগ্রহ করেন প্রার্থীরা।

- Advertisement -google news follower

শরিকদের মধ্যে যারা নৌকা প্রতীক নিয়ে লড়বেন তাদের চিঠি দিয়ে আওয়ামী লীগ শরিক ১৪ দল এবং মহাজোটের মধ্যে আসন ভাগাভাগি চূড়ান্ত করেছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ সময় বলেন, শনিবার (৮ ডিসেম্বর) আওয়ামী লীগের ৩০০ আসনে প্রার্থী তালিকা নির্বাচন কমিশনে পৌঁছে দেওয়া হবে।

- Advertisement -islamibank

আসন বন্টনে যুক্তফ্রন্ট ৩টি, জাসদ ইনু ৩টি, ওয়ার্কার্স পার্টি ৫টি, জাতীয় সমাজতান্ত্রিক দল ৩টি, তরিকত ফেডারেশন ২টি, জাসদ আম্বিয়া মঈনুদ্দিন খান বাদল ১টি, জেপি আনোয়ার হোসেন মঞ্জু ২টি, জাতীয় পার্টি ৪০ থেকে ৪২টি আসনে মনোনয়ন পাচ্ছে। এভাবে শরিকদের মোট ৫৫ থেকে ৬০টি আসন দেওয়া হবে।

ওবায়দুল কাদের জানান, শরিকরা চাইলে প্রাপ্ত আসনের বাইরেও প্রার্থী দিতে পারে। কিন্তু যেখানে শরিকরা আসন পাচ্ছে সেখানে আওয়ামী লীগের কেউ থাকতে পারবে না। শরিকরা চাইলে নিজস্ব প্রতীকেও নির্বাচন করতে পারবে।

জয়নিউজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM