নগরে অস্ত্রসহ গ্রেফতার ১

0

নগর গোয়েন্দা পুলিশ (উত্তর জোন) অস্ত্রসহ মো. সাদ্দাম হোসেন (২৯) নামের এক আসামিকে গ্রেফতার করেছে। শাহ আমানত পুরাতন ব্রিজ সংলগ্ন বালুরমাঠের পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১টি একনলা বন্দুক ও ২ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।

বুধবার (৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় সাদ্দামকে গ্রেফতার করা হয়। আটক সাদ্দাম বাকলিয়ার বকুলির কলোনির শাহ আলমের ছেলে।

নগর পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাদ্দাম হোসেন ইসমাইল নামে একজনের কাছ থেকে বন্দুকটি ক্রয় করে মো. ইমনের কাছে বিক্রির জন্য ওই স্থানে অবস্থান করছিল। ইমনের সাথে বন্দুকটির দাম ঠিক হয়েছিল ১৬ হাজার টাকা।

এ ব্যাপারে বাকলিয়া থানায় মামলা হয়েছে।

জয়নিউজ/ফারুক/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM