নগরের কদমতলী রেল লাইনে ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলছে যানবাহন। সিগন্যাল না মেনে তাড়াহুড়া করে যাত্রী পারাপারের কারণে প্রায় সময় ঘটে দুর্ঘটনা। তারপরও সচেতনতা আসছে না মানুষের মধ্যে। বৃহস্পতিবার দুপুরে কদমতলী রেল লাইন থেকে ছবি দুটি ক্যামেরাবন্দি করেছেন জয়নিউজের আলোকচিত্রী বাচ্চু বড়ুয়া।