মহেশখালীতে উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

0

মহেশখালীতে নাশকতা মামলায় উপজেলা ভাইস চেয়ারম্যান জহির উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৪ ডিসেম্বর) রাতে উপজেলা সদর থেকে তাঁকে করে মহেশখালী থানা পুলিশ।

জহির উদ্দিন মহেশখালী পৌর এলাকার পুটিবিলার মৃত মোজাহের মিয়ার ছেলে এবং সাবেক পৌর মেয়র সরওয়ার আজমের ছোট ভাই।

গত ২৫ অক্টোবর মহেশখালীর পৌর এলাকায় নাশকতার চেষ্টা ও পুলিশের সঙ্গে মারামারির অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলাটিতে জহির উদ্দিন ছিলেন ৮ নম্বর আসামি। এ মামলায় জহিরকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

আটক জহির উদ্দিনের বড় ভাই সাবেক পৌর মেয়র সরওয়ার আজম জানান, যাদের সঙ্গে জহিরকে আসামি করা হয়েছে তারা তাদের পারিবারিক শত্রু। এমন ঘটনা আদৌ ঘটেছে কিনা পুলিশ ছাড়া এলাকার কোনো লোকই জানে না।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর জয়নিউজকে বলেন, নাশকতা মামলার আসামি জহির উদ্দিনকে উপজেলা সদরের পুরাতন আদালত ভবনের সামনে থেকে গ্রেফতার করা হয়েছে।

জয়নিউজ
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM