ময়লা-আবর্জনা ডাস্টবিনে ফেলার নিয়ম থাকলেও অসেচতন অনেক নগরবাসী এখনো এ নিয়মের বাইরে। রাস্তার পাশাপাশি নালা-খালেও সমানে ফেলা হচ্ছে ময়লা। এভাবেই ময়লা ফেলতে ফেলতে ভরাট হয়ে গেছে নগরের ঈদগাঁ এলাকার আজবখাল। গুটিকয়েক অসেচতন লোকের জন্য এখন দুর্ভোগ পোহাতে হচ্ছে পুরো এলাকার মানুষদের। ছবি: বাচ্চু বড়ুয়া