ওলামা মাশায়েখ সমাজের সমাবেশ

0

টঙ্গীর তুরাগ তীরে তাবলীগ জামায়াতের ইজতেমায় মারামারির ঘটনায় চট্টগ্রামে প্রতিবাদ সমাবেশ করেছে ওলামা মাশায়েখ সমাজ। মঙ্গলবার (৪ ডিসেম্বর) যোহরের নামাজের পর জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে মাওলানা জুনায়েদ বাবুনগরী, মঈনুদ্দিন রুহী, আজিজুল হক ইসলামাবাদী, প্রকৌশলী জয়নুল আবেদিন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ইজতেমা নিয়ে ষড়যন্ত্র চলছে। তা সহ্য করা হবে না। তারা হামলাকারীদের গ্রেফতারের জন্য সরকারের প্রতি আহবান জানান।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়। পরে শীর্ষস্থানীয় আলেমদের একটি প্রতিনিধিদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করেন।

জয়নিউজ/ফারুক/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM