দক্ষিণ এশিয়ার সবুজাভ টক-মিষ্টি স্বাদের ফল বরইয়ের বেশ কদর রয়েছে। কাঁচা-পাকা উভয় জাতের বরই খাওয়া যায়। বরই শুকিয়ে চাটনি করা হয়, যা অনেকের কাছে লোভনীয়। বরইয়ে আছে প্রচুর খনিজ এবং ভিটামিন এ ও সি। বাংলাদেশের প্রায় সর্বত্র সব ধরনের মাটিতে পত্রমোচী বরই গাছ জন্মায়। সেপ্টেম্বর-অক্টোবর মাসে গাছে ফুল আসে। শীতে ধরে ফল। শীতের আগমনের সঙ্গে সঙ্গে গাছে গাছে বরই দেখা যাচ্ছে। নগরের আকবরশাহ এলাকা থেকে মঙ্গলবার সকালে ছবি দু’টি ক্যামেরায় ধারণ করেছেন জয়নিউজের আলোকচিত্রী বাচ্চু বড়ুয়া।