ছাত্রলীগ নেতার হাতে স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন

0

পটিয়া কোলাগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জামাল উদ্দীন আকবর ছুরিকাঘাতে খুন হয়েছেন। উপজেলা ছাত্রলীগের সহসভাপতি শাহীনুরের ছুরিকাঘাতে তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে।

সোমবার (০৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় কোলাগাঁও ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আকবরের বাবার নাম ইয়াসিন আলী।

পটিয়া উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক এম এ রহিম জয়নিউজকে বলেন, পূর্বশত্রুতার জেরে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি শাহীনুর কোলাগাঁও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আকবরকে ছুরিকাঘাত করে। এরপর গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এ এস আই আলাউদ্দিন জয়নিউজকে জানান, ছুরিকাঘাতে আহত জামাল উদ্দিন আকবরকে জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাঁর পিঠ, অন্ডকোষ ও হাতে ছুরিকাঘাত করা হয়।

জয়নিউজ/শফিউল/অভি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM