টার্গেট করে মনোনয়ন বাতিল হয়েছে: রিজভী

0

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, টার্গেট করে কোনো কারণ ছাড়াই বিএনপির হেভিওয়েট প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়েছে।

তিনি বলেন, টার্গেট করে ৫০ জনের মতো দলের হেভিওয়েট জনপ্রিয় নেতা ও সাবেক এমপির মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অথচ মনোনয়নপত্রে স্বাক্ষর না থাকার পরও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মনোনয়নপত্র বৈধ করা হয়েছে।

সোমবার (৩ ডিসেম্বর) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করা বগুড়ার ডিসি কর্তৃক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করার মাধ্যমে বেগম জিয়া আরও একবার শেখ হাসিনার আক্রোশের শিকার হলেন।

জয়নিউজ/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM