অ্যানিমেশন চলচ্চিত্র ‘টুমরো’

টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির জন্য তৈরি করা হচ্ছে ব্যয়বহুল অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘টুমরো’। মাত্র ২০ মিনিটের এ চলচ্চিত্রে তুলে ধরা হবে বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব।

- Advertisement -

এটি নির্মাণ করেছেন মোহাম্মদ শিহাব উদ্দিন।
নির্মাতা জানান, এ ধরনের বিষয় নিয়ে বাংলাদেশে নির্মিত এটাই প্রথম অ্যানিমেশন চলচ্চিত্র। গত বছরের জুলাইয়ে শুরু হয় ‘টুমরো’র নির্মাণকাজ। বর্তমানে ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে। প্রযোজনা করছে সাইকোর স্টুডিও ও দীপ্ত টিভি।
জলবায়ু পরিবর্তনের ফলে ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে ঝুঁকির মধ্যে পড়বে এবং প্রকৃতি ধ্বংসের মুখোমুখি হবে- তা শিশুদের উপযোগী করে তুলে ধরা হচ্ছে এ ছবিতে। আগামী মার্চে এটি টিভিতে প্রচারের ইচ্ছে নির্মাতার।
রাতুল নামে একটি ছোট্ট শিশুকে কেন্দ্র করে এগিয়েছে ছবির গল্প। ছেলেটি প্রকৃতি পছন্দ করে না। সে ভিডিও গেম বা আধুনিক বিষয়গুলো পছন্দ করে।
তখনই তার সামনে হাজির হয় এক কাল্পনিক চরিত্র। যে তাকে অন্যরকম গল্প শোনায়। এরপর থেকেই রাতুল বদলে যেতে থাকে।

জয়নিউজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM