আফগানিস্তানে মার্কিন বিমান হামলায় তালেবান কমান্ডার নিহত

আফগানিস্তানে মার্কিন বিমান হামলায় তালেবানের সবচেয়ে জ্যেষ্ঠ কমান্ডারদের একজন নিহত হয়েছেন। নিহত মোল্লা আব্দুল মানান আখুন্দ দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের তালেবান গভর্নর ও সামরিক বাহিনীর প্রধান ছিলেন।

- Advertisement -

প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছেন, তিনি শনিবার (১ ডিসেম্বর) রাতে হেলমান্দের নওজাদ জেলায় নিহত হন।

- Advertisement -google news follower

আখুন্দের মৃত্যুকে ‘বিশাল ক্ষতি’ হিসেবে বর্ণনা করে তালেবানরা জানিয়েছে, এতেও আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণের চেষ্টা থেকে তাদের বিরত করা যাবে না।

আখুন্দের মৃত্যু তালেবানের জন্য একটা বড় ধাক্কা এবং এতে দক্ষিণাঞ্চলে তাদের যোদ্ধাদের ‘মনোবল কমে যাবে’ বলে দাবি করেছেন আফগানিস্তানের স্বরাষ্ট্র্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ।

- Advertisement -islamibank

২০১৪ সালে আফগানিস্তানে মোতায়েন বহুজাতিক জোট বাহিনীর স্থল সেনাদের প্রত্যাহারের আগে হেলমান্দ আট বছর ধরে ব্রিটিশ সেনাদের ঘাঁটি ছিল। এখন এই প্রদেশটির অধিকাংশ এলাকা তালেবানের নিয়ন্ত্রণে আছে।

জয়নিউজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM