বিদ্যুৎ আর টেলিফোন বিল খেলাপি মোরশেদ খান

0

যাচাই বাছাই শেষে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম. মোরশেদ খানের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে। তার মালিকানাধীন কোম্পানি প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেডের কাছে টেলিফোন আর বিদ্যুৎ বিল বাকি ৩০ লাখ টাকা।

রোববার (২ ডিসেম্বর) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চুলচেরা বিশ্লেষণ শেষে বিভাগীয় কমিশনার আবদুল মান্নান মোরশেদ খানের মনোনয়ন অবৈধ ঘোষণা করেন।

বিল খেলাপি হওয়া ছাড়াও মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়নি।

এম. মোরশেদ খান বিএনপি-জামায়াত সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। বর্তমানে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

মনোনয়ন বাতিল করার সময় বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন মোরশেদ খান। তিনি আত্মপক্ষ সমর্থন করেন।

জয়নিউজ/ফারুক/আরসি
আরও পড়ুন
লোড হচ্ছে...
×