‘শান্তি চুক্তির সুফল পাচ্ছে পাহাড়ি-বাঙালি সকলে’

আজ পার্বত্য শান্তি চুক্তি দিবস। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির ২১ বছর পূর্তি উপলক্ষে রোববার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি রিজিয়ন ও পার্বত্য জেলা পরিষদের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

- Advertisement -

এ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা।

- Advertisement -google news follower

জেলা পরিষদের সামনে থেকে শান্তি চুক্তির র‌্যালি প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা শহরের টাউন হলের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, শেখ হাসিনার উদ্যোগে শান্তি চুক্তির ফলে পাহাড়ে সম্প্রীতির বন্ধন সৃষ্টি হয়েছে। পাহাড়ের মানুষ শান্তি খুঁজে পেয়েছে।

আরো বক্তব্য রাখেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক।

- Advertisement -islamibank

সভাপতির বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, পার্বত্য শান্তি চুক্তির সুফল পাহাড়ি-বাঙালি সকলেই পাচ্ছে।

উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম, পুলিশ সুপার আহমার উজ্জামান, পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামান, সিভিল সার্জন ডা.শাহ আলম, জেলা পরিষদ সদস্য, খগেশ্বর ত্রিপুরা, নির্মলেন্দু চৌধুরী, মংক্যচিং চৌধুরী, মংসপ্রু চৌধুরী অপু, পার্থ ত্রিপুরা জুয়েল প্রমুখ।

এ উপলক্ষে বিকাল ৩ টায় খাগড়াছড়ি স্টেডিয়াম মাঠে শান্তি কনসার্টের আয়োজন করা হয়েছে।

জয়নিউজ/সবুজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM