কূটনীতিকদের সঙ্গে বসবে বিএনপি

0

আসন্ন একাদশ জাতীয় নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করবে বিএনপি।

তবে এখন পর্যন্ত এই বৈঠকের দিনক্ষণ ও স্থান ঠিক করা হয়নি। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় কিংবা যে কোনো হোটেলে এই বৈঠক হবে।

এই বৈঠকে নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড, বিরোধীদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা- গ্রেফতার, তফসিল ঘোষণার পরও প্রার্থীদের গ্রেফতার, নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণ এবং আইন-শৃঙ্খলা বাহিনীর দলীয়করণ নিয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে।

একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, দেশের জাতীয় নির্বাচনের সর্বশেষ অবস্থান জানানোর জন্যই মূলত কূটনীতিকদের সঙ্গে বৈঠকের আয়োজন করা হচ্ছে। এখানে তারা বিস্তারিতভাবে নির্বাচনী পরিবেশ তুলে ধরতে চাইছেন।

এ সপ্তাহের যে কোনোদিন বৈঠকের সময়সূচি নির্ধারণ করবে দলটি।

জয়নিউজ/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM