বন্ধ ঘোষণা চুয়েট, হল ছাড়ার নির্দেশ

ঈদ-উল-আযহা’র ছুটি এক সপ্তাহ এগিয়ে এনে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ২১ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (০৭ আগস্ট) থেকেই এ ছুটি কার্যকর বলে ঘোষণা দিয়েছে চুয়েট কর্তৃপক্ষ।

- Advertisement -

চুয়েটের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। এ সময় পরীক্ষাসহ সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে বলেও জানায় কর্তৃপক্ষ।

- Advertisement -google news follower

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবাসিক হলে থাকা সকল ছাত্রকে মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে হলত্যাগ করতে হবে। এছাড়া ছাত্রীদের বুধবার সকাল ১০টার মধ্যে হলত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

সকালে চুয়েটের উপাচার্য প্রফেসর ড. রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৭ আগস্ট পর্যন্ত চুয়েট বন্ধ থাকবে।

- Advertisement -islamibank

ঈদ-উল-আযহা’র ছুটি এক সপ্তাহ এগিয়ে আনার বিষয়ে কোন ব্যাখা দেওয়া হয়নি ওই বিজ্ঞপ্তিতে। তবে নিরাপদ সড়কের দাবিতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্থিতিশীলতা তৈরি হতে পারে এমন আশঙ্কা থেকে এ ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM