ভোটকক্ষের ভেতর ভিডিও বা স্থিরচিত্র ধারণ অপরাধ

0

ভোটের দিন ভোটকক্ষের ভেতর ভিডিও বা স্থিরচিত্র ধারণ করা অপরাধ হিসেবে গণ্য হবে বলে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এছাড়া ভোটকেন্দ্রে নির্বাচন পর্যবেক্ষকরা একস্থানে দীর্ঘক্ষণ থাকতে পারবেন না এবং ভোটকেন্দ্রের গোপন কক্ষে প্রবেশ করতে পারবেন না। প্রিজাইডিং অফিসাররা পর্যবেক্ষকদের সাক্ষাৎকার দিতে পারবেন না।

শুক্রবার (৩০ নভেম্বর) সকালে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে দুই দিনব্যাপী প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এ নির্দেশনা দেন ইসির অতিরিক্ত সচিব মো. কামরুল হাসান।

তিনি বলেন, ভোটকক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাসহ অন্য কেউ প্রবেশ করতে পারবেন না। কেবল দৃষ্টি প্রতিবন্ধী ভোটারকে সহায়তার জন্য ভোটার তার পছন্দের একজনকে সঙ্গে রাখতে পারবেন।

জয়নিউজ/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM