চট্টগ্রাম জেলা প্রশাসকের হাতে ১০১ প্রার্থীর আবেদন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে নির্বাচন করতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন দলের মনোনীত প্রার্থীরা। বুধবার (২৮ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মনোনয়নপত্র জমা দেওয়া হয়। চট্টগ্রাম নগরের বাইরের ১০টি আসনের প্রার্থীরা চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. ইলিয়াস হোসেনের কাছে মনোনয়নপত্র জমা দেন।

- Advertisement -

রিটার্নিং কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন স্বাক্ষরিত প্রার্থী তালিকায় দেখা গেছে, চট্টগ্রাম-১ আসনে ১১ জন, চট্টগ্রাম-২ আসনে ১৩ জন, চট্টগ্রাম-৩ আসনে ৮ জন, চট্টগ্রাম-৬ আসনে ৪ জন, চট্টগ্রাম-৭ আসনে ১২ জন, চট্টগ্রাম-১২ আসনে ১২ জন, চট্টগ্রাম-১৩ আসনে ১০ জন, চট্টগ্রাম-১৪ আসনে ১৩ জন, চট্টগ্রাম-১৫ আসনে ৮ জন ও চট্টগ্রাম-১৬ আসনে ১০ জনসহ ১০টি আসনে মোট ১০১ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

- Advertisement -google news follower

মনোনয়ন ফরম জমা দিলেন যারা:

চট্টগ্রাম-১ (মিরসরাই): আওয়ামী লীগের বর্তমান সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, বিএনপির মো. মনিরুল ইসলাম, নুরুল আমিন, কামাল উদ্দীন আহম্মেদ, শাহীদুল ইসলাম চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. সামসুদ্দীন, মো. আব্দল মন্নান, স্বতন্ত্র রেজাউল করিম, বাংলাদেশ মুসলিম লীগের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, গণফোরামের নুর উদ্দীন আহমদ।

- Advertisement -islamibank

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি): ত্বরিকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভান্ডারী, বিএনপির নূরী আরা সাফা, মো. আজিম উল্লাহ বাহার, ছালাহ উদ্দীন, ডা. খুরশীদ জামিল চৌধুরী, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আতীক, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মীর মো. ফেরদৌস আলম, বিকল্পধারার মাজহারুল হক শাহ চৌধুরী, বাংলাদেশ সুপ্রিম পার্টির শাহজাদা সাইফুদ্দিন, জাকের পার্টির আব্দুল হাই, জাতীয় পার্টির জহুরুল ইসলাম রেজা। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন এটিএম পেয়ারুল ইসলাম।

চট্টগ্রাম-৬ (রাউজান): আওয়ামী লীগের এবিএম ফজলে করিম চৌধুরী, বিএনপির সামির কাদের চৌধুরী, জসিম উদ্দিন শিকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল আলী।

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া): আওয়ামী লীগের ড. হাছান মাহমুদ, বিএনপির গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, মোহাম্মদ কুতুব উদ্দিন বাহার, মোহাম্মদ আব্দুল আলিম, আবু আহমেদ হাসনাত, মোহাম্মদ শওকত আলী নূর, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের আবু নওশাদ, আহমেদ রেজা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ নেয়ামত উল্লাহ, এলডিপির নুরুল আলম, জেএসডির মাহবুবুর রহমান।

চট্টগ্রাম-১২ (পটিয়া): আওয়ামী লীগের সামশুল হক চৌধুরী, বিএনপির গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল, এনামুল হক এনাম, এলডিপির নাহিদ ফারহানা, এম এয়াকুব আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ দেলাওয়ার হোসেন সাকী, ইসলামিক ফ্রন্টের মোহাম্মদ এম এম মতিন, বিএনএফের দীপক কুমার পালিত, জাতীয় পার্টির মোহাম্মদ নুরুচ্ছফা সরকার, বাসদের সাইফুদ্দিন মোহাম্মদ ইউনুচ। এছাড়া স্বতন্ত্র প্রার্থী আবু তালেব হেলালী।

চট্টগ্রা-১৩ (আনোয়ারা-কর্ণফুলী): আওয়ামী লীগের সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, বিএনপির মোস্তাফিজুর রহমান, সরোয়ার জামাল নিজাম, ইসলামিক ফ্রন্টের এম এ মতিন, জাহাঙ্গীর আলম চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ ইরফানুল হক চৌধুরী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মৌলভী রশীদুল হক, বিএনএফের নারায়ণ রক্ষিত, গণফোরামের উজ্জ্বল ভৌমিক, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ জামাল আহমদ।

চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ): আওয়ামী লীগের নজরুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের শিহাব উদ্দিন আব্দুস সামাদ, মাওলানা জানে আলম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ দেলাওয়ার হোসেন সাকী, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আব্দুল নবী, ত্বরিকত ফেডারশনের মোহাম্মদ আলী ফারুকী, ন্যাপের আলী নেওয়াজ খান, জাতীয় পার্টির আ জ ম অলি উল্লাহ চৌধুরী মাসুদ, স্বতন্ত্র প্রার্থী অলি আহমদ, মনিরুল ইসলাম, মোহাম্মদ শাহজাহান, জসিম উদ্দিন, জাসদের সুর্যশ্ময় চৌধুরী।

চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া): আওয়ামী লীগের আবু রেজা মো. নেজামুদ্দিন নদভী, স্বতন্ত্র প্রার্থী আ ন ম শামসুল ইসলাম, জাফর সাদেক, আব্দুল জব্বার, ইসলামী আন্দোলন বাংলাদেশের নুরুল আলম, গণফোরামের আব্দুল মোমেন চৌধুরী, ন্যাশনাল পিপলস পার্টির ফজলুল হক ও স্বতন্ত্র শেখ মোহাম্মদ মহিউদ্দিন।

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী): আওয়ামী লীগের মোস্তাফিজুর রহমান চৌধুরী, বিএনপির জাফরুল ইসলাম চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা ফরিদ আহমদ, ইসলামিক ফ্রন্টের মুহিউল আলম চৌধুরী, ন্যাপের (মোজাফফর) আশীষ কুমার শীল, স্বতন্ত্র জহিরুল ইসলাম, বজল আহমদ, জাতীয় পার্টির মাহমুদুল ইসলাম চৌধুরী, এলডিপির মো. কফিল উদ্দিন চৌধুরী।

জয়নিউজ/অভি/কাউছার/জুলফিকার

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM