‘ফটিকছড়িকে মডেল উপজেলা করতে চাই’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের অন্যান্য আসনের মতো চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনেও একাধিক প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। তাদের একজন নূরী আরা সাফা। তিনি বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা ও মহিলা দলের সাবেক সভানেত্রী।

- Advertisement -

নূরী আরা সাফা জয়নিউজকে বলেন, ‘ফটিকছড়িতে আমিই বিএনপির চূড়ান্ত প্রার্থী। সবাইকে সঙ্গে নিয়ে ধানের শীষকে বিজয়ী করার মাধ্যমে দলের হাইকমান্ডের আস্থার প্রতি সম্মান রাখবো।’

- Advertisement -google news follower

তিনি আরো বলেন, ‘সন্ত্রাস কবলিত এলাকা হিসেবে ফটিকছড়ির বদনাম আছে। আমি নির্বাচিত হলে ফটিকছড়িকে একটি আদর্শ উপজেলায় পরিণত করবো।’

এই আসনে বিএনপির দলীয় মনোনয়ন দৌঁড়ে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, দলীয় চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, পেশাজীবী নেতা ডা. খুরশীদ জামিল চৌধুরী ও উপজেলা বিএনপি নেতা সালাউদ্দিন।

- Advertisement -islamibank

এই প্রার্থীদের মধ্যে নুরী আরা সাফা, গোলাম আকবর খন্দকার ও ডা. খুরশীদ জামিল চৌধুরীকে বিএনপির মনোনয়নের চিঠি দেয়া হয়েছে।

জয়নিউজ/ফারুক/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM