বান্দরবানে মনোনয়নপত্র জমা দিলেন ৯ জন

0

বান্দরবানে আওয়ামী লীগ, বিএনপির মনোনীত প্রার্থীসহ ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বুধবার (২৮ নভেম্বর) বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং অফিসার মো. দাউদুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।

মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন- পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য আওয়ামী লীগের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং, বিএনপির প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাচিং প্রু জেরী, জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম লীনা, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী মাওলানা মুফতি শওকতুল ইসলাম, ইসলামী ঐক্যের প্রার্থী মো. বাবুল হোসেন, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লক্ষীপদ দাশ, স্বতন্ত্র প্রার্থী রাজকন্যা ডনাই প্রু নেলী এবং স্বতন্ত্র প্রার্থী নাথানা লনচে।

বিষয়টি নিশ্চিত করে জেলা নির্বাচন অফিসার রেজাউল করীম জানান, বান্দরবান আসনে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কাছে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জয়নিউজ/আলাউদ্দিন/জুলফিকার
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM