দূর দ্বীপের প্রার্থীই প্রথম

0

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তফা কামাল পাশা রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াস হোসেনের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় সবার আগে তিনি চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।

মোস্তফা কামাল পাশা জয়নিউজকে বলেন, সুষ্ঠু ভোট হলে সন্দ্বীপের জনগণের রায় আমার পক্ষেই আসবে। কারণ দ্বীপের সুখ-দুঃখের সাথী ছিলাম আমি।

তিনি বলেন, জনগণের নেত্রী খালেদা জিয়ার জনপ্রিয়তা এ দ্বীপের মানুষের কাছে সর্বোচ্চ। ধানের শীষের প্রতি আবেগ-ভালোবাসার একটুও কমতি নেই এ অঞ্চলের মানুষের।

এসময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুগ্ম-আহ্বায়ক আকবর হোসেন ভূঁইয়া, শাহনেওয়াজ চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আজমত আলি বাহাদুর, সদস্য রিপন চেয়ারম্যান, উত্তর জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক নিজাম উদ্দিন, উত্তর জেলা শ্রমিক দলের সহসভাপতি মাজাহারুল ইসলাম ও আবুল কাসেম মাষ্টার।

জয়নিউজ/কাউসার/অভি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM