রামুতে পলাতক আসামির লাশ উদ্ধার

0

কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ সড়কের পাশ থেকে মো. আব্দুল্লাহ নামে ১০ মামলার এক পলাতক আসামির ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ নভেম্বর) দুপুরে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল্লাহ জোয়ারিয়ানালা ইউনিয়নের নন্দাখালী উত্তর পাড়া এলাকার মৃত আবু সিদ্দিকের ছেলে। তিনি ডাকাত দলের সরদার বলে দাবি পুলিশের। তার বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনছুর এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডাকাতদের দুই গ্রুপের সংঘর্ষে তার মৃত্যু হতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।

জয়নিউজ/শামীম/খালেদ/জুলফিকার
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM