চাপিয়ে দেওয়া যুদ্ধে আর নেই পাকিস্তান: ইমরান

0

পাকিস্তান আর নিজের ভূখণ্ডের মধ্যে অন্যের হয়ে চাপিয়ে দেওয়া যুদ্ধ করবে না। ২০০১ সালে আফগান যুদ্ধের সময় মার্কিন চাপের মুখে কথিত সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধে জড়িয়ে পড়েছিল দেশটি। প্রধানমন্ত্রী ইমরান খান মূলত সেদিকেই ইঙ্গিত করলেন।

সাবেক স্বৈরশাসক জেনারেল পারভেজ মুশাররফের কারণে জড়িয়ে পড়া যুদ্ধ সম্পর্কে এর আগেও ইমরান খান বারবার বলেছেন, এটা পাকিস্তানের যুদ্ধ নয়।

২০০১ সালে আমেরিকায় কথিত সন্ত্রাসী হামলার পর মার্কিন বাহিনী ও তার মিত্ররা আফগানিস্তানে আগ্রাসন চালায়। এবং জেনারেল পারভেজ মুশাররফ তাতে জড়িয়ে যান। ওই যুদ্ধে যোগ দেওয়ার কারণে পাকিস্তান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও, আমেরিকা ইসলামাবাদের কৃতিত্ব কখনো স্বীকার করেনি। উল্টো পাকিস্তানকে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার জন্য অভিযুক্ত করে।

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের উপজাতি পরিষদে বক্তৃতা দেওয়ার সময় ইমরান খান আরও বলেন, অনেক রক্ত-ঘাম ঝরিয়ে আমরা দেশের ভেতরে চাপিয়ে দেওয়া যুদ্ধ করেছি। এতে আমাদের আর্থ-সামাজিক বিন্যাস ভেঙ্গে গেছে।-পার্সটুডে

জয়নিউজ/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM