মিরসরাইয়ে বিদ্যুতস্পর্শে যুবকের মৃত্যু

0

মিরসরাই ইকোনমিক জোন এলাকায় জেনারেটরে বিদ্যুৎস্পর্শিত হয়ে খাইরুল ইসলাম সবুজ নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ নভেম্বর) দুপুরে তার মৃত্যু হয়।

খাইরুলের বাড়ি খৈয়াছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম পোলমোগরা গ্রামে। ওই গ্রামের গোলবক্স মিস্ত্রী বাড়ির মৃত আবুল বশরের বড় ছেলে সবুজ এক মেয়ে ও এক ছেলে সন্তানের জনক।

স্থানীয় সূত্রে জানা যায়, সবুজ দুপুরে মিরসরাই ইকোনমিক জোন এলাকায় জেনারেটরের বিদ্যুৎ লাইন সম্প্রসারণের সময় শরীরে বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে মিরসরাই সদরের মাতৃকা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, তিনি নিজের ব্যক্তিগত জেনারেটর দিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানে বিদ্যুত সরবরাহের কাজ করতেন।

খৈয়াছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মুসলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সবুজ ইকোনমিক জোনে জেনারেটরের লাইন সম্প্রসারণের সময় বিদ্যুতায়িত হন। এশার নামাযের পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জয়নিউজ/কাশ্মীর/জুলফিকার
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM