ধুলাবালিতে সয়লাব এখন নগর। এতে সাধারণ মানুষের পথচলায় যেমন সমস্যা হচ্ছে, তেমনি ধুলাবালির কারণে অসুস্থ হয়ে পড়ছেন তারা। বিশেষ করে হাঁপানি বা শ্বাস কষ্টজনিত রোগীদের জন্য ধুলাবালি মারাত্মক। ধুলাবালি এড়িয়ে চলতে চিকিৎসক সকলকে পরামর্শ দেন। কিন্তু পথে বেরোলে নাকে রুমাল চেপে ধুলাবালি থেকে আর কতটা রেহাই মিলে! নগরের সাগরিকা রোড থেকে সোমবার দুপুরে ছবিটি ক্যামেরাবন্দি করেছেন জয়নিউজের আলোকচিত্রী বাচ্চু বড়ুয়া