রেলস্টেশন থেকে টিকিট কালোবাজারি গ্রেফতার

0

নগরের রেলস্টেশন এলাকা থেকে ৯৫টি টিকিটসহ মো. ইউসুফ (৩৬) নামে এক কালোবাজারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

রোববার (২৫ নভেম্বর) ভোরে তাকে গ্রেফতার করা হয়।

নগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (দক্ষিণ) জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম রেলস্টেশন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৯৫টি রেল টিকিটসহ মো. ইউসুফকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো জানান, গ্রেফতার ইউসুফ নিয়মিত রেলের টিকিট সংগ্রহ করে কালোবাজারে বিক্রি করে আসছিল। এর আগেও টিকিটসহ তিনি গ্রেফতার হয়েছিলেন। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা রয়েছে। ইউসুফের বাড়ি সাতকানিয়ার উত্তর ছদাহা এলাকায়। তার বাবার নাম মো. ইলিয়াস।

জয়নিউজ/অভি/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM