মোটরসাইকেল দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

0

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত আহমেদ তৌকির রাহি (২৭) রাত ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার জয়নিউজকে জানান, শুক্রবার রাত ৮টায় পটিয়ায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেল আরোহী আহমেদ তৌকির রাহি এবং মাহফুজ হায়দার চৌধুরী গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদের দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। রাত ১২টায় কর্তব্যরত চিকিৎসক রাহিকে মৃত ঘোষণা করেন।

আহত মাহফুজ চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি জানান, তাদের দুজনের বাড়ি সিলেটে।

জয়নিউজ/ হিমেল ধর/ আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM