ব্রিটেনে বাংলাদেশিসহ ৫ জনের জেল

প্রতারণার অভিযোগে বাংলাদেশিসহ ৫ জনকে ৩১ বছরের জেল দিয়েছে ব্রিটেনের আদালত। প্রতারক চক্রের হোতা বাংলাদেশির নাম আবুল কালাম মুহাম্মদ রেজাউল করিম (৪২)। তিনি লন্ডনে একজন আইনের শিক্ষার্থী।

- Advertisement -

রেজাউল করিম ব্রিটেনে গড়ে তোলেন প্রতারণার একটি বড় নেটওয়ার্ক। এই চক্র ৭৯টি ভুয়া কোম্পানি প্রতিষ্ঠা করে বাংলাদেশিদের নকল ডক্যুমেন্ট তৈরি করে দিত। এর মাধ্যমে অবৈধ উপায়ে ভিসার আবেদন করা হতো। এসব অভিযোগে ওই চক্রের ৫ সদস্যকে মোট ৩১ বছরের জেল দেওয়া হয়েছে।

- Advertisement -google news follower

এছাড়া তারা ৬ বছর সময়ে এইচএম রেভেন্যু অ্যান্ড কাস্টমস (এইচএমআরসি) থেকে প্রতারণার মাধ্যমে দাবি করেছে এক কোটি ৩০ লাখ পাউন্ড।

এ বিষয়ে তদন্ত করেছে দেশটির ইমিগ্রেশন এনফোর্সমেন্টের ক্রিমিনাল অ্যান্ড ফিন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট (সিএফআই) টিম।

- Advertisement -islamibank

তদন্তে জানা গেছে, এই চক্রে রেজাউলের সঙ্গে জড়িত তার শ্যালক এনামুল করিম (৩৪), কাজী বরকত উল্লাহ (৩৯), হিসাবরক্ষক জলপা ত্রিবেদী (৪১) ও মোহাম্মদ তমিজ উদ্দিন (৪৭)।

অভিযুক্তদের শুক্রবার (২৩ নভেম্বর) সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে দণ্ডিত করা হয়েছে।-টেলিগ্রাফ

জয়নিউজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM