পুলিশ-প্রশাসন কমিশনের নিয়ন্ত্রণে: সিইসি

0

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন হলেও নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে। এবং থাকবে। পুলিশ-প্রশাসন কমিশনের নিয়ন্ত্রণে। ইসির নির্দেশ ছাড়া পুলিশ কাউকে গ্রেফতার বা হয়রানি করছে না।

শনিবার (২৪ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে নির্বাচনী আচরণ সংক্রান্ত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সিইসি জানান, সরকারের কোনো নির্দেশনা নেই। সবকিছু নিয়ম মেনেই চলছে। সরকার নির্বাচন বিষয়ে কোনো হস্তক্ষেপ করছে না।

ইসি সচিব হেলাল উদ্দীন আহমদের সভাপতিত্বে ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী।

জয়নিউজ/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM