কালো মেয়ের গল্প

0

এক কালো মেয়ের জীবনকে ঘিরে নির্মিত হয়েছে টেলিছবি ‘কাঠ কয়লার গল্প’। স্বাধীন শাহের রচনায় এটি পরিচালনা করেছেন বর্ণ নাথ।

এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সানজিদা তন্ময়। আরও আছেন শ্যামল মওলা।

সানজিদা তন্ময় জানান, খুব সুন্দর একটি গল্প এটি। কাজটি করতে গিয়ে আমার সারা শরীর একদম কালো করতে হয়েছে। অনেক পরিশ্রম করতে হয়েছে। শুটিং হয়েছিল প্রচণ্ড গরমের সময় একটি রেল লাইনের ধারে। এমনকি পানিতে ডুবে মরার একটি দৃশ্যে পুকুরের অনেক পানিও খেয়ে ফেলেছিলাম!

পরিচালক বর্ণ নাথ বলেন, পূবাইল ও গাজীপুরে কিছু ইটভাটাতে এ কাজটি করেছিলাম। এখানে সাদা-কালোর বিভেদ ও আমাদের সমাজের কিছু চিত্র তুলে ধরেছি।

টেলিছবিটি শনিবার (২৪ নভেম্বর) রাত ৮টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে।

জয়নিউজ/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM