অস্ত্রসহ ১৪ মামলার আসামি গ্রেফতার

0

নগরের কোতোয়ালী থানার ব্রিজঘাট জামে মসজিদের সামনে থেকে অস্ত্রসহ মো. সবুজ (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সবুজের বিরুদ্ধে নগর ও জেলার বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে। শুক্রবার (২৩ নভেম্বর) সকালে তাকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালী থানার ওসি মো. মহসিন জয়নিউজকে জানান, সবুজ একজন পেশাদার অস্ত্রধারী। সমগ্র চট্টগ্রাম মহানগর এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ে সে জড়িত। উদ্ধারকৃত অস্ত্র বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে।

সবুজের বিরুদ্ধে অস্ত্র আইনে ১টি মামলা রুজু হয়েছে বলেও জানান তিনি।

জয়নিউজ/এফএম/আরসি
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM